Skip to main content

Kaptai Kayak - Kaptai, Chittagong

Road to Kaptai






Kaptai
Add caption
Kaptai Kayak
Kayaking er asol moja Pete hole jete hobe kaptai lake r. prokriti k kach theke dekbar sohoj ekti upai...

Jevabe jaben:- dhaka/ctg theke bus e kore kaptai zoom restaurant shamne namte hobe. Zoom restaurant pase kaptai kayaking​ place...

Comments

Popular posts from this blog

Kaptai Lake - কাপ্তাই লেকের সৌন্দর্য

Kaptai Lake - কাপ্তাই লেকের সৌন্দর্য  রাংগামাটি জেলার কাপ্তাই লেক বাংলাদেশের এক শান্ত পাহাড়ি সৌন্দর্যের আধার। রাংগামাটি জেলার একটা বিশাল অংশ জুড়ে রয়েছে এই কাপ্তাই লেক। কাপ্তাই লেকের ভ্রমণটা মূলত নৌকা নিয়েই পুরোটা করা হয়। সেক্ষেত্রে বিভিন্ন স্থানে নেমে নেমে ঘুরে দেখে আবার নৌকায় ফেরা। খুবই রিলাক্সড একটা ট্রিপ হচ্ছে রাঙ্গামাটি ট্রিপ। রিজার্ভ বাজার রাঙ্গামাটির একটি মূল বাজার বা স্থান হলেও রিজার্ভ বাজার পৌঁছানোর আগেই কিছু ভালো হোটেল রয়েছে, সেখানেই মূলত ট্যুরিস্টরা থাকে। বেশিরভাগ হোটেলই একেবারে লেকের কোল ঘেঁষে বানানো, তাই বারান্দা কিংবা ছাদ থেকেই কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগও করা যায়। হোটেলের নিচেই ইঞ্জিন চালিত ট্রলার পাওয়া যায়, যা বিভিন্ন আকৃতির হয়। ১০ জন থেকে শুরু করে ১৫০ জন ধারণ ক্ষমতার ট্রলার পাওয়া যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাঙ্গামাটির কাপ্তাই লেক এবং এর আশে পাশে যেই যায়গাগুলো আছে, সেগুলো ঘুরিয়ে আনেন তারা। তবে স্থানের চেয়ে নৌকায় ঘোরার বিষয়টাই উপভোগ্য হয় বেশি। নৌকার ছাদে গলা ছেড়ে গান গাওয়া, হাসি-ঠাট্টা এগুলোই মনে থাকবে। রাজবন বিহার ঘুরে দ্বীপ্পান্নগর মুর্তি দে

Travel to Rangamati

Travel Rangamati